কেউ তোমাকে সত্যি সত্যিই
ভালবাসে কিনা সেটা বুঝতে হলে
তার মুখের কথা,
মনের আবেগ কিছুই দেখার দরকার
নেই...
শুধু তার চোখের দিকে এক পলক
তাকাও... কারন চোখ কখনো মিথ্যা
বলে না...
আর চোখের ভাষা যদি না বোঝো,
তবে ধরে নাও তুমি এখনো ভালোবাসা কি
সেটাই বোঝো নি...।।